ঢালিউড

শবনম বুবলি আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ: ‘নীল টিপ’ ছবির মাধ্যমে নতুন অভিষেক

Posted on

অনেকদিন ধরেই নতুন কোনো ছবিতে দেখা যায়নি শবনম বুবলিকে। বর্তমানে তার হাতে থাকা এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ ছবিগুলোর থেকে বাদ পড়েছেন তিনি। তবে, এ বিষয়ে সরাসরি কিছু বলেননি বুবলি। তবে, প্রায় আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

শবনম বুবলি | ছবি: ফেসবুক

মেহেদি হাসানের ‘নীল টিপ’ ছবিতে বুবলিকে দেখা যাবে এবং শিগগিরই ছবির শুটিং শুরু হবে। মেহেদি জানান, ‘বুবলির সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে যুক্ত করতে চাই। এখনও নাম চূড়ান্ত হয়নি, তাই এখনই বলা সম্ভব নয়।’

ছবিটির মূল গল্প বুবলির ওপর ভিত্তি করে লেখা হয়েছে এবং তিনি এটি বেশ পছন্দ করেছেন। আমাদের দেশে নারীপ্রধান গল্পের ছবি নির্মাণের সংখ্যা কম। আগে শাবানা ম্যাডামের ওপর অনেক ছবি নির্মিত হয়েছে। এখন এই সময়ে আমি বুবলির ওপর বাজি ধরেছি এবং দর্শকদের একটি ভালো ছবি উপহার দিতে চাই।’

এদিকে, বুবলি সম্প্রতি হালকা পার্পেল রঙের শাড়িতে নেটদুনিয়ায় সাড়া ফেলেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু শাড়ি পরা ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘সকালে ঘুম থেকে উঠলেই বেঁচে থাকার মূল্যবান সুযোগ মনে করবেন। সবার দিন সুন্দর কাটুক!’

ছবিগুলিতে বুবলি হালকা পার্পেল জামদানি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পরেছেন। কানে সোনালি টপ কানের দুল, হাতে রুপালি-সোনালি মিক্সড ঘড়ি রয়েছে। হালকা মেকআপে তিনি বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা পড়েছেন।

ফেসবুকে ছবিগুলো পোস্ট করার পরই মন্তব্যের ঝড় উঠেছে। একজন ভক্ত লিখেছেন, “মাশাআল্লাহ, অসাধারণ লাগছে।” আরেকজন মন্তব্য করেছেন, “এককথায় অসাধারণ, ভালোবাসা অবিরাম।” অসংখ্য মন্তব্যে বুবলিকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Exit mobile version