নেটফ্লিক্সের ‘হাসিন দিলরুবা’ সিরিজের মাধ্যমে আলোচনায় আসেন লেখক-শিল্পী জুটি কণিকা ঢিলোঁ ও তাপসী পান্নু। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হাসিন দিলরুবা ২’। এবার নেটফ্লিক্সের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা দিলেন তারা। খবরের সূত্র হিন্দুস্তান টাইমস।

তাপসী পান্নু

ইনস্টাগ্রামে প্রকাশিত বিবৃতিতে নেটফ্লিক্স জানায়, কণিকা ও তাপসী এবার ‘গান্ধারী’ নামের একটি সিনেমা নিয়ে আসছেন, যা মা ও সন্তানের প্রেমের গল্প। তাপসী তার সন্তানকে রক্ষার জন্য একটি ‘মিশন’-এ যাবেন, এবং গল্পটি সেই অভিযানকে কেন্দ্র করে এগিয়ে যাবে।

‘গান্ধারী’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন কণিকা এবং ছবির প্রযোজনার দায়িত্বও তার। অন্যদিকে, ‘জোরাম’ ছবির পরিচালক দেবাশীষ মাখিজা এই নতুন সিনেমাটি পরিচালনা করবেন।

এই অ্যাকশন-থ্রিলার ছবির ঘোষণা হওয়ার পর থেকেই তাপসীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘অভিনেত্রী হিসেবে তাপসী অসাধারণ। তার জন্যই আমি এই সিরিজটি দেখব।’ আরেকজন লিখেছেন, ‘দারুণ খবর। তাপসীকে অ্যাকশনধর্মী কাজে দেখতে পেয়ে আমি অনেক দিন অপেক্ষা করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here