অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। প্রকাশ্যে এলো বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘ভুল ভুলাইয়া থ্রি’-এর ট্রেলার। দর্শকদের মধ্যে ভয়ের অনুভূতি জাগাতে সফল হবে এই সিনেমা, তা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। তবে এবার চমক হিসেবে ফিরছেন বিদ্যা বালান, যিনি মঞ্জুলিকার ভূমিকায় আবারও পর্দায় হাজির হবেন।

শুক্রবার মুক্তি পেয়েছে ১ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ট্রেলার। এতে নিখুঁতভাবে মিশে আছে হরর এবং কমেডির মিশেল। ট্রেলারে বিদ্যা বালানের মঞ্জুলিকা চরিত্রকে দেখা যাচ্ছে, যেখানে তিনি নিজের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। এবং সফলও হচ্ছেন। এক দৃশ্যে দেখা যায়, তিনি রুহ বাবার সামনে উপস্থিত হয়েছেন।

মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের মুখে শোনা যায় কিছু রাগী সংলাপ, যেখানে তিনি “শাকচুন্নি” বলে গালি দিচ্ছেন। এরপর কার্তিক আরিয়ানের কণ্ঠে শোনা যায়, “কি ভাবছেন গল্প শেষ? দরজা তো বন্ধ হয় খোলার জন্য।” এই সংলাপের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, “ভুল ভুলাইয়া থ্রি”-এর দরজা আবার খুলতে চলেছে এবং মঞ্জুলিকা আরও একবার নিজের ভয়ংকর খেলা দেখাবে। কার্তিক আরিয়ান এবং তৃপ্তির রোমান্সের দৃশ্যও প্রথম ঝলকে ধরা পড়েছে, বিদ্যা বালানের ভয়ংকর অভিব্যক্তি এবং হাসিও দর্শকদের মুগ্ধ করবে।

শোনা যাচ্ছে, এই সিনেমায় মাধুরী দীক্ষিতকেও দেখা যাবে, তবে তিনি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। যদিও ট্রেলারে তার কোনও উপস্থিতি দেখা যায়নি। হয়তো সিনেমা মুক্তির পরেই সেই চমক প্রকাশ পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

প্রসঙ্গত, ২০০৭ সালে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পায়, যেখানে বিদ্যা বালান এবং অক্ষয় কুমার মূল চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ২’। এবার দীপাবলিতে মুক্তি পাবে ‘ভুল ভুলাইয়া থ্রি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here